খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কিছু বড় দল মাঠে নামবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে বেশ কিছু বড় দল।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নরউইচের সাথে টটেনহ্যাম হটসপার, আর ওস্টে হ্যামের সাথে খেলবে লেস্টার। এরপর রাত পৌনে দুইটায় ম্যানইউর প্রতিপক্ষ বার্নলে।

রাতে টটেনহ্যাম খেলতে পারবে একেবারেই ফুরফুরে মেজাজে। টটেনহ্যামের প্রতিপক্ষ নরউইচ লিগ টেবিলে একেবারেই তলানিতে। গেল ছয় বছরে হটসপারের সাথে ওরা জিততে পারেনি একটা ম্যাচও। একদিন আগেই টটেনহ্যাম আবার হারিয়েছে ব্রাইটনকে। তবে ইনজুরিতে গেল ম্যাচের নায়ম ডেলে আলি। তাই তাকে নাও পেতে পারেন কোচ মরিনিও।

একদিন আগেই বক্সিং ডে ম্যাচে টেবিল টপার লিভারপুলের কাছে এক হালি গোল খেয়েছে লেস্টার সিটি। তবে গেল রাতের ম্যাচে উলভসের কাছে ম্যানসিটি না হারলে টেবিলের তিনে নেমে যেত লেস্টার। ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে খেলতে যাবে ফক্সরা। তবে এ বছরে লেস্টারের সাথে একবারই জিতেছে ওয়েস্ট হ্যাম।

 ২০০৯ সালে প্রথম হয়েলিন ম্যানইউ-বার্নলের। রেডডেভিলদের বিপক্ষে সেবারই প্রথম আর শেষ জয় পেয়েছিল বার্নলে এফসি। ইপিএলে ম্যনইউ গেল ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছিল চার গোল। আর প্রতিপক্ষ যখন বার্নলে তখন একেবারেই নির্ভার থাকতে পারে ম্যানইউ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close