দেশজুড়ে

তার সরকারের সময় সাধারণ মানুষের উন্নয়ন হয়, প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের সময় সাধারণ মানুষের উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে সংগঠনকে আরো শক্তিশালি করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোন কিছু পাওয়ার চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কাজ করতে হবে। তাহলেই জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে। অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসে যারা দেশ চালিয়েছে তারা সমাজকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে কলুষিত করতে চেয়েছিল বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০ টায় ২১তম জাতীয় সম্মেলনের ২য় অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হন দলের কাউন্সিলররা। ঐতিহ্যবাহী দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন তারা। এবার সম্মেলনে সারাদেশ থেকে আওয়ামী লীগের সাড়ে ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। বিকেলে ঘোষণা হবে আগামী ৩ বছরের জন্য নতুন নেতৃত্বের নাম।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close