আশুলিয়াস্বাস্থ্য

আশুলিয়ায় করোনা ভ্যাক্সিনের নিবন্ধন বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় করোনা টিকার নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মোহম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিশ্বের উন্নয়নশীল অন্যান্য দেশের মত বাংলাদেশও ভ্যাকসিন টিকা প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশ ১৪ লাখ সিরাম ইন্সটিটিউটের করোনা টিকা পেয়েছে। এর মাঝে সাভার উপজেলায় ৮০ হাজার টিকাসহ মোট ৪০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় করোনা সংক্রমনের হার অত্যাধিক হওয়ার শঙ্কা থাকলেও পুলিশ, পল্লীচিকিৎসক ও সাংবাদিকদের সচেতনতার কারনে অধিকাংশ কমেছে বলে জানান তিনি।

এই আয়োজনের সভাপতিত্ব করেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়। অনুষ্ঠান পরিচালনা করেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close