আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় চুরির অপবাদে প্রতিবন্ধী শিশুকে মাটিতে আছড়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদকঃ  আশুলিয়ায় ১৩ বছরের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুকে বাড়িতে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়েছে সোহাগ(৩০) নামে এক যুবক। এ ঘটনায় দুজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাতে সানীর মা সালমা বেগম আশুলিয়া থানায় সোহাগকে মূল আসামী করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ আরব আলীর ছেলে সোহাগ এবং আইনুদ্দিন মোল্লার ছেলে কবির মোল্লাকে আটক করেছে।

অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনেই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বাসিন্দা।

অভিযোগনামা থেকে জানা যায়, প্রতিবন্ধী বালকের নাম সানী(১৩)। অভিযোগকৃত সোহাগ(৩০) দলবদ্ধভাবে সানীকে সোমবার(১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কবুতর চুরির অভিযোগে রাস্তা থেকে ডেকে বাসায় নিয়ে জোড়পূর্বক আটকে রাখে। দফায় দফায় সানীকে মারধোর এবং মেরে ফেলার ভয়ভীতি দেখায় সোহাগ। এ খবর পেয়ে এলাকাবাসী দুই যুবক সানীকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধোর করে সোহাগ। সানীর মা আরো লোকজন নিয়ে ছেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

সানীকে তুলে আছাড় মারা হয়েছে। উপর্যুপরি আঘাতে সানীর সারা শরীরে জখম হয়ে গিয়েছে।

আশুলিয়ার থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুজনকে অবিলম্বে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ঘটনায় বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close