প্রধান শিরোনামস্থানীয় সংবাদস্বাস্থ্য

আশুলিয়ায় ছাত্রীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ

আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এলজি এসপি ৩ এর অর্থায়নে ২০২০-২১ অর্থবছরের বরাদ্দে ২০০ ছাত্রীর মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ এ আয়োজন করে।

ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক খাদিজা তাহেরা ববি।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্কুল জীবন থেকেই তাদের সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর প্যাড ব্যবহার তাদের বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রাখবে। এসময় ছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার হোসেন

ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এলজিএসপি ৩ এর অর্থায়নে ২০২০-২১ অর্থবছরের বরাদ্দে এ আয়োজন করা হয়েছে। ২০০ ছাত্রীর মাঝে জন প্রতি ৫০ পিস স্যানিটারি প্যাড ও ৪ টি করে অন্তর্বাস প্রদান করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মইনুল ইসলাম ভুঁইয়া।

ধামসোনা ইউপি সচিব মোঃ আমির হোসেন। ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ শফি উদ্দিন, ০৮ নং ওয়ার্ড মেম্বার হারুন অর রশিদসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডরে সদস্যগন।

Related Articles

Leave a Reply

Close
Close