দেশজুড়েপ্রধান শিরোনাম

মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাদনের টাকা লেনদেনকে কেন্দ্র করে আবুল কালাম আজাদ নামে মসজিদের এক ইমাম খুন হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে গোবিন্দ দেবত্তর বিলের পাশে গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

আবুল কালম আজাদ সাদুল্লপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় দাদন ব্যবাসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজ্উাল ইসলাম ও রাজু মিয়ার সাথে তার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।

নিহতের স্বজনরা জানান, আবুল কালম আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। নামাজ শেষে দাদন ব্যবাসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া তাকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে সকালে পাশের গ্রামের গোবিন্দ দেবত্তর বিলে গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মনে হচ্ছে, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবাহান জানান, আপাত দৃষ্টিতে বিষয়টি আত্নহত্যা বলে ধরে নেয়া যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Close
Close