আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় পুলিশ পাহারায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় ২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলি খুলে জব্দ করে তিতাস কর্তৃপক্ষ। এসময় নিরাপত্তার স্বার্থে আশুলিয়া থানার এস আই জলিল হোসেনের নেতৃত্বে প্রায় ১৫ জন পুলিশ সদস্য  উপস্থিত   ছিলেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার অন্ধকলোনী রোডে প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়।

তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ছবি: আশুলিয়ার ইয়ারপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে কর্মীরা।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়ার  ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের অন্ধকলোনী রোড ও খান গার্মেন্স সংলগ্ন হাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এতে আনুমানিক প্রায় ২ হাজার বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

যারা এসব অবৈধ সংযোগ নিয়েছে ও দিয়েছে উভয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।

অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

Related Articles

Leave a Reply

Close
Close