আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন,৭ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে ৭টি বসত ঘর পুড়ে গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার(০৭মার্চ) দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকার হালিম মাষ্টারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার সময় টিনসেড বাড়িটির মেইন সুইচ থেকে সটসার্কিটের মাধ্যমে আগুন লেগে থাকতে পারে। এসময় আগুন দ্রুত আশ পাশের কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে টিনসেড বাড়ির ৭টি কক্ষ পুড়ে যায়।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি আগুন যাতে অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে সে জন্য কাজ করি। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনি।আগুনে বাড়িটির ৭টি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Close
Close