আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার ভবনের ৪ তলার সিড়ির চৌকির জানালা দিয়ে লাফিয়ে পড়ে লাবীব খন্দকার (২৮) নামের যুবক নিহত। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, লাবীব আত্নহত্যা করেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে কোনাবাড়ি এলাকার টেংগুড়ি মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবীব খন্দকার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বালাবামনিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন খন্দকারের ছেলে। তিনি জিরানীবাজারে একটি শোয়েটার ফ্যক্টরী কাজ করতেন। মন্ডলপাড়া এলাকার মিজানুর রহমানের ছয় তলা ভবনের ৪র্থ তলায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।

ফ্ল্যাটের মালিক মিজানুর রহমানের স্ত্রী জানান, আমাদের বাসায় মাস চারেক হয় স্বামী স্ত্রী ভাড়া থাকে। এরমধ্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন পারিবারিক কলহ লক্ষ্য করিনি। আজ সকালে অফিসে গিয়ে লাবীব হঠাৎ করেই ঘণ্টাখানের মধ্যে বাসায় ফিরে আসে। এরপরে এ ঘটনার সূত্রপাত। তবে তাদের স্বামী-স্ত্রী কিংবা পরিবারের বিষয়টি আমাদের পুরোপুরি জানা নয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, ভবনটির ৫ ও ৬ তলা কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪র্থ তলার সিড়ির চৌকির ফাঁকা জায়গা দিয়ে বাহিরে লাফিয়ে পড়ে আত্নহত্যা করেছেন।  পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সকালে মায়ের সাথে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ফ্ল্যাট থেকে লাফ দেওয়ার পরে প্রতিবেশীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আজ সকালে আশুলিয়ার ভাদাইলে রাবেয়া বেগম নামে দেড় বছরের শিশু ড্রেনে পড়ে পানিতে ডুবে মারা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close