আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ১ হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দুর্গাপুরের জহরচন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এসময় প্রায় ৬০ জন শ্রমিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অংশগ্রহণ করেন।

সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় দুই কিলোমিটার পাইপ ও ১ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় রাইজার রাইজার গুলো খুলে নেওয়া হয়েছে। এসব সংগযোগ দাতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুজ্জামান, সহকারী প্রকৌশলী নয়নসহ আরও অনেকে। এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close