আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় সেতু দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় তুরাগ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে গ্রামবাসী। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর তীরে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। এসময় রুস্তুমপুর, নয়াপাড়া, পাড়াগ্রাম, দামপাড়াসহ ২০ টি গ্রামের প্রায় শতাধিক মানুষ মানববন্ধন কর্মসুচীতে অংশ নেন।

গ্রামবাসীর দাবী,আশুলিয়ার রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর উপর ব্রীজ না থাকায় বছর পর বছর ধরে প্রায় ২০ টি গ্রামের কয়েক হাজার মানুষ খেয়া নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। বিভিণ্ন সময় স্থঅনয়ি সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আশ্বাস দিলেও কোন বাস্তবায়ন নেই। ফলে সেতু না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। বিভিন্ন সময় ঘটছে নৌ দুর্ঘটনা।
নানা সমস্যা তুলে ধরে গ্রামবাসী তুরাগ নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানান সরকারের কাছে।

Related Articles

Leave a Reply

Close
Close