বিশ্বজুড়ে

আজ থেকে সব মসজিদের দুয়ার খুলে দিচ্ছে ইরান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইরানে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৮৫ জনের। করোনাভাইরাসের এই মহামারী রোধে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। তবে এখন সেই বিধিনিষেধ শিথিল করছে ইরান। এরই পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির সব মসজিদ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি। খবর আইআরআইবি’র।করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত  ইরান। ইরান এরইমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।

দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে ইরান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close