দেশজুড়েপ্রধান শিরোনাম

মূল পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ সম্পন্নঃ সেতুমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মূল পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ এবং পদ্মা বহুমুখীর সেতু প্রকল্পের কাজ ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আগামী বছরের জুন মাসের মধ্যে সেতু প্রকল্পের সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসবে। এই সেতু চালু হলে যোগাযোগ খাতে সময় আগের তুলনায় কম লাগবে।

তিনি বলেন, আমার প্রথম স্বপ্ন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close