খেলাধুলা

ইনজুরির কারণে আবারো ছিটকে গেলো সাকিব

ঢাকা অর্থনীতি ডেস্ক: আবারো কোমরের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলেন সাকিব। পরিপূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে কেটে যাবে পুরো একটা মৌসুম।

গত সোমবার (১৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইংলিশ পেসার সাকিব মাহমুদ ল্যানকাশায়ারের বিপক্ষে ম্যাচ শেষে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করেন সাকিব। পরবর্তীতে রিপোর্টে ধরা পড়ে সেখানে ফাটলের চিহ্ন। তার অবস্থা এতটাই গুরুতর যে, সুস্থ হতে ঠিক কতদিন লাগবে সে বিষয়ে চিকিৎসকরা কোনো সময় নির্ধারণ করতে পারেননি।

এর আগে গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় সাকিবের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই দল থেকে আবার ছিটকে পড়লেন তিনি।

ইতোমধ্যে ক্রিস ওকস, মার্ক উড, ওলি রবিনসনকে ইনজুরি ও ফিটনেস ঘাটতির জন্য নিউজিল্যান্ড সিরিজে পাচ্ছেন না ইংলিশ। এমন সময়ে সাকিবকে হারানো তাদের পেস ইউনিটের দুর্বলতার মাত্রা আরও একধাপ বাড়ালো।

২০১৯ সালের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সাকিবের অভিষেক হয়েছে। ওয়ানডের জার্সিও গায়ে জড়িয়েছেন পরের বছরের ফেব্রুয়ারিতে। তবে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার লায়ন্সের হয়ে এখনো ধারাবাহিক খেলোয়াড় হয়ে উঠতে পারেননি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close