তথ্যপ্রযুক্তি

‘যত বেশি সম্ভব হুয়াওয়ে টেকনোলজি ব্যবহার করবে মালয়েশিয়া’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালয়েশিয়া যত বেশি সম্ভব হুয়াওয়ের টেকনোলজি ব্যবহার করবে বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার (৩০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য স্টার অনলাইন জানায়, জাপানের টোকিওতে অনুষ্ঠিত ফিউচার অব এশিয়া কনফারেন্সে তিনি একথা জানান।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা যখন চরম পর্যায়ে, ঠিক তখনই এমন কথা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

জাপানের সংবাদপত্র নিক্কেই এশিয়ান রিভিউর মতে মাহাথির মোহাম্মদ বলেছেন,  মালয়েশিয়ার সক্ষমতার চেয়ে হুয়াওয়ের গবেষণা অনেক বড়। আমেরিকান টেকনোলজির তুলনায় হুয়াওয়ে অনেক এগিয়ে। তাই আমরা তাদের টেকনোলজি যত বেশি সম্ভব ব্যবহার করার চেষ্টা করবো।

তিনি জানান, গুপ্তচরবৃত্তির অভিযোগগুলো নিয়ে মোটেও উদ্বিগ্ন না কারণ তারা একটি খোলা বইয়ের মতো। তিনি উভয় দেশকে সতর্ক করে বলেন, এক্ষেত্রে সমঝোতার ব্যর্থতা সামরিক সংঘাত ডেকে আনতে পারে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, হুয়াওয়ের শক্তিশালী গবেষণা এবং উন্নয়ন সক্ষমতার কথা যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্বীকার করতে হবে। আর এই কারণেই পূর্বাঞ্চলের দেশগুলোতে হুয়াওয়ের ব্যবহার দেখা যেতেই পারে।

Related Articles

Leave a Reply

Close
Close