দেশজুড়ে

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ৪০টি নতুন কোচ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আসন্ন ঈদের আগেই সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে যাত্রী পরিবহনের জন্য রেলবহরে যোগ হবে ৪০টি রেলকোচ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদুল আজহায় মানুষের ভোগান্তি লাঘবে বাড়তি যাত্রী পরিবহনের জন্য দিনরাত কোচ মেরামতের কাজ চলছে।

আগস্টের প্রথম সপ্তাহে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোচগুলো হস্তান্তর করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, অতিরিক্ত কাজের জন্য বাড়তি পারিশ্রমিকের দাবি জানিয়েছেন রেলওয়ে কারখানার শ্রমিকরা।

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার শ্রমিকরা। কাজ করছেন দীর্ঘদিন পড়ে থাকা ও ব্যবহার অনুপোযোগী যাত্রীবাহী কোচ সংস্কারে।

প্রতি ঈদের আগে পশ্চিমাঞ্চলে অতিরিক্ত কোচের যোগান দিতেই এই ব্যস্ততা তাদের। জনবল সংকটের কারণে বাড়তি সময় কাজ করেন শ্রমিকরা। তবে অতিরিক্ত কাজের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তাদের।

জনবল সংকটের কথা জানিয়েছেন রেলওয়ে কারখানার কর্মকর্তারাও। তবে বাড়তি কাজ করে সময় মতো কোচগুলোকে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন তারা।

সৈয়দপুর রেলওয়ে কারখানারর বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম বলেন, ৩০টি মতো গাড়ি ডেলিভারি দেয়া হয়েছে। বাকিগুলো ৭ তারিখের মধ্যে দিতে পারবো। এই কারখানায় অনেক সীমাবদ্ধ আছে, বাজেট স্বল্পতা আছে; তবুও আমরা কাজ করছি।

কর্তৃপক্ষ জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে এবারের ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের জন্য ৪০টি কোচ যুক্ত হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close