চাকুরীপ্রধান শিরোনাম

ঈদের ছুটি শেষে আজ অফিস খুলেছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের ছুটি শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।

আজ রোববার (১৬ মে) থেকে খুলছে অফিস। আজ থেকে ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। শুক্রবার (১৪ মে) পালিত হয় ঈদুল ফিতর। সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার।

ঈদের ছুটি শেষে রোববার সকাল থেকেই অফিসে যোগ দিচ্ছেন কর্মজীবীরা। অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিস করছেন।

আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফেরা কঠিন হবে। কারণ আন্তজেলা গণপরিবহন চলাচল বন্ধ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। এর পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর দেশের শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Close
Close