দেশজুড়েপ্রধান শিরোনাম

ঈদের পর কঠোর লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিথিলতা শেষে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার সকল সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি -নিষেধের আওতামুক্ত থাকবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা। তবে বন্ধই থাকছে গার্মেন্টসসহ অন্যান্য শিল্প কলকারখানা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close