বিশ্বজুড়ে

উগান্ডা কারাগার থেকে পালিয়েছে ২১৯ বন্দি, ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উগান্ডার একটি কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দু’শ ১৯ জন কারাবন্দি। আজ বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে অভিযানের সময় পালিয়ে দু’জন ক্রসফায়ারে মারা পড়েছেন।

উগান্ডার কারামোজা কারাগার থেকে গতকাল বুধবার পালিয়ে যায় বন্দিরা। কারাগারের প্রাচীর ভেঙে প্রহরী পিটিয়ে অস্ত্র কেড়ে নিয়ে যায় তারা। একে৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে পালিয়ে যাওয়া বন্দিরা।

জানা গেছে, গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত আসামিরা পালিয়ে গেছে। হত্যাকারী, ছিনতাকারী ও ধর্ষক রয়েছে পালিয়ে যাওয়াদের তালিকায়। তাদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর এ নিয়ে উগান্ডায় তৃতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটালেন বন্দিরা।

সূত্র : রয়টার্স

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close