বিশ্বজুড়ে
প্রবাসী শ্রমিকদের জন্য সৌদি আরবের সতর্ক বার্তা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি আরবে কর্মস্থল থেকে পলাতক প্রবাসীরা দেশে ফেরত গেলেও তাদের আর দেশটিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পাসপোর্ট বিভাগ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটির গণমাধ্যমে এ নিয়ে বিবৃতি দিয়েছে তারা।
সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের জেনারেল (জাওয়াজাত) হুঁশিয়ারি দিয়ে জানান, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া শ্রমিকরা ধরা পরলে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ৬ মাসের জেল হবে। পরে দেশে পাঠিয়ে দেওয়া হলে তারা কখনোই আর সৌদি আরবে ফিরতে পারবে না।
যে কেউ অবৈধ প্রবাসীদের পরিবহন, চাকরি, আড়াল বা থাকার ব্যবস্থা করে তাকে আইনশৃঙ্খলা অনুযায়ী দণ্ডিত করা হবে। এছাড়া শ্রমিক নিয়োগ বিষয়ক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে তারা জানান, অবৈধ প্রবাসীদের নিয়োগ দিলে তাদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং পাঁচ বছরের জন্য নিয়োগ থেকে বাধা দেওয়া হবে।