তথ্যপ্রযুক্তি

এই প্রথম দূরবর্তী নক্ষত্রে পাওয়া গেল পানির সন্ধান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি দূরবর্তী নক্ষত্রে সম্ভাব্য বাসযোগ্য অঞ্চলের কক্ষপথের এক গ্রহে পানি থাকার প্রমাণ পেয়েছেন।

“কে টু-এইটটিন-বি” নামের গ্রহটিতে পানির সন্ধান পাওয়ার পর তাতে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান শুরু হতে পারে। গ্রহটিতে পানি আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞান জার্নাল ন্যাচার অ্যাস্ট্রনমিতে।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের অধ্যাপক জিওভান্না টিনেট্টি এই আবিষ্কারকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন মহাকাশ টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে গ্রহটিতে জীবনের অস্তিত্ব আছে কিনা।

বিজ্ঞানীরা ধারণা করছেন, আগামী ১০ বছরের মধ্যে বিষয়টি জানা যাবে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌরজগতে পৃথিবীর আকৃতির ৭টি গ্রহ আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে এই ৭টি গ্রহ ঘূর্ণায়মান রয়েছে। বিজ্ঞানীরা তখন জানান, এ সাতটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close