বিশ্বজুড়ে

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকান্ড, নিহত ১৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুনের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন।

স্থানীয় সময় শুক্রবার (০৫ আগস্ট) ভোরে চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইটস্পটে এই আগুনের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শরীর ও জামাকাপড়ে আগুন ধরে যাওয়া অনেককে নাইটক্লাবটি থেকে বের হতে দেখা গেছে।

দেশটির দমকল কর্মীরা জানিয়েছেন, ক্লাবের দেয়ালে থাকা শব্দ নিয়ন্ত্রক ফোমগুলো দাহ্য হওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ৩ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নিহতরা সবাই থাইল্যান্ডের স্থানীয় বাসিন্দা বলেই ধারণা করছে পুলিশ।

এই ঘটনায় এখনও কোনো বিদেশি পর্যটকের প্রাণহানির খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Close
Close