দেশজুড়ে

এক কেজি বাটখারার ওজন ৮০০ গ্রাম!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার মাছ বাজারে আকস্মিকভাবে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(২০ আগস্ট) বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি হঠাৎ করেই ক্রেতার ছদ্মবেশে মাছ বাজারে হাজির হয়ে ইলিশ মাছের দরদাম ঠিক করে এক কেজি মাছ ওজন করান। এ সময় ওজনে এক কেজি বাটখারায় ২শ’ গ্রাম কম পান।

একইভাবে তিনি আরও একটি মাছের দোকানে অভিযান চালান। সেখানেও বাটখারার ওজন ২শ’ গ্রাম কম পাওয়ায় উভয় দোকানীকে আটক করেন এবং বাটখারা দুটি জব্দ করেন।

এ সময় আশপাশের অন্য মাছ ব্যবসায়ীরা বাটখারা নিয়ে দৌড়ে পালায়। আটককৃতরা হলেন- মাছ বিক্রেতা হালিম (৪০) ও সাদেক (২৫)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close