তথ্যপ্রযুক্তি

এখন থেকে অটোরিকশাও মিলবে গুগল ম্যাপে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অচেনা গন্তব্যে পৌঁছানো অনেকখানি সহজ করেছে গুগল ম্যাপ। তবে এতোদিন তা ছিল কেবল ট্রেন বা বাসের ক্ষেত্রে। কিন্তু শহরের অলিগলি বা কোনও প্রত্যন্ত গ্রাম। যা আপনি চেনেন না, আপনাকে তো পৌঁছাতেই হবে।

উপায় কী? সেকথা ভেবে নয়া উদ্যোগ নিল গুগল ম্যাপ। খুব শিগগিরই গুগল ম্যাপে যোগ হতে চলেছে তিনটি নতুন ফিচার। যা অচেনা গন্তব্যে পৌঁছানো আরও সহজ করে দেবে। এর মধ্যে একটি হলগুগল ম্যাপে নেভিগেশনে এবার থেকে দেখা যাবে অটোরিকশার রুটও।

লাইভ ট্রেন স্টেটাস: ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেনের দেখা নেই। এবার সেই সমস্যার সমাধান বের করল গুগল ম্যাপ। ট্রেন লেট থাকলে এবার গুগল ম্যাপ নেভিগেশনে তা লাইভ দেখা যাবে। যদিও আপাতত শুধুমাত্র লম্বা দুরত্বের ট্রেন সফরে এই ফিচার কাজ করবে। শহরতলির ট্রেনে এই ফিচার শুরু হচ্ছে না।

বাস যাত্রার সময়: গন্তব্যে পৌঁছাতে বাসে চড়েছেন। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। ঠিক কতক্ষণে পৌঁছাতে পারবেন গন্তব্যে? এবার আগেভাগেই তা জানিয়ে দেবেগুগল ম্যাপ। এই প্রথম পাবলিক ট্রান্সপোর্টে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় জানা যাবে। দেরি হলে সবুজ রঙে তা দেখিয়ে দেবে গুগল ম্যাপ।

অটো রিক্সায় সফর: তবে শুধু ট্রেন বা বাস নয়। এই প্রথম গুগল ম্যাপে নেভিগেশনে অটোরিকশার রুটও দেখানো হবে। এছাড়াও আর কোন কোন যানবাহনে, কোন পথে জলদি গন্তব্যে পৌঁছানো যাবে তা দেখা যাবে গুগল ম্যাপে। এর সাথেই এক জায়গা থেকে অন্য যায়গাতে অটোরিকশায় যেতে কত ভাড়া লাগবে তাও জানা যাবে এই নেভিগেশন অ্যাপ থেকে। সুতরাং এবার থেকে যাত্রা আরও সহজ হবে আপনার জন্য।

আপাতত ভারতরে বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুণে এবং সুরাট শহরে এই পরিষেবা শুরু হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close