প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

এখন থেকে সব ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা মহামারি করণে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়েছিল। এখন থেকে সব ঋণের বিপরীতে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেবলমাত্র মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কেরভিত্তিতে চলমান মেয়াদ শেষের দিন থেকে ৫০ শতাংশ বাড়ানো যাবে। এই সীমা কোনও ক্রমেই দুই বছরের বেশি বাড়ানো যাবে না। নতুন সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রভাব মোকাবিলায় সুবিধা আর বাড়বে না।

রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলার জারির দিন থেকে এটি কার্যকর হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close