প্রধান শিরোনামস্বাস্থ্য

এবছর ডেঙ্গুতে মৃত্যু ৯৩ জনের: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতেই ‘নিশ্চিত’ মৃত্যু হয়েছে ৯৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের  হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

জানানো হয়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪২ জন রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৯৩ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় (৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন, যা আগের দিন ছিল ২৫৮ জন। ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৯১ জন এবং ঢাকার বাইরে ২২৫ জন, যা আগের দিন ছিল ৬১ জন আর ঢাকার বাইরে ১৯৩ জন ছিল।

কন্ট্রোল রুম আরও জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১ হাজার ২৯৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৩৩৯ জন।

এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫২ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৪২জন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৫৭৯ জন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close