দেশজুড়েপ্রধান শিরোনাম

বেনাপোলে ৫০টি স্বর্ণের বার জব্দ, আটক ২

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতে পাচারকালে বেনাপোল-যশোর সড়কের নতুনহাট এলাকা থেকে ৫০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে স্বর্ণগুলো জব্দসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার তৌহিদুল ইসলাম (৪৩) ও একই এলাকার ইমরান হোসেন (৩৫)।

৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ জানান, মোটরসাইকেলে যশোর থেকে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদে আজ সকালে বিজিবি সদস্যরা বেনাপোল-যশোর হাইওয়ের নতুনহাট এলাকায় অবস্থায় নেয়। এ সময় সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো ৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। যার সিজারমূল্য চার কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।

বিজিবির কাছে আটককৃতরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বারপ্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তবে বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। আটক পাচারকারীদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close