প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

এ বছরও জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না

ঢাকা অর্থনীতি ডেস্ক: এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ বছরও নেয়া সম্ভব হবে না। পিইসি ও জেএসসি হবে না। তবে এই দুই ক্লাসের বার্ষিক পরীক্ষা হবে। মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসনিা নতুন পাঠক্রম অনুমোদন দিয়েছেন। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

তিনি আরও বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সকল পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close