দেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

এ বছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সিউকুরো মানাবে, ইতালির জর্জিও প্যারিসি ও জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান।

সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে জয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি কীভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দেয় তা প্রমাণ করে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের সিউকুরো মানাবে।

এছাড়া ভৌত ব্যবস্থায় বিশৃঙ্খলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন ইতালির জজিও প্যারিসি।

আর জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত মডেল তৈরি করেছেন যা প্রমাণ করেছে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণেই বায়ুমন্ডলে তাপমাত্রা বাড়ছে।

পুরস্কার হিসেবে তারা তিনজন যৌথভাবে পাবেন ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন বা সাড়ে ১১ লাখ মার্কিন ডলার।

/আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close