প্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য

এ মাসেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু করবে মালয়েশিয়া। এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১১ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমবাজার খোলার পর দশ লাখেরও বেশি কর্মী পাঠানো যাবে, যা অতীতের রেকর্ড ভাঙবে। কর্মীদের স্বল্প খরচে পাঠানো যাবে বলেও জানান তিনি। এ নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে গেল বছরের ডিসেম্বরে একটি চুক্তি সই হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close