দেশজুড়ে

বুয়া সেজে ঘরে ঢুকে টাকা-স্বর্ণ চুরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি ভবনের ৯ তলায় কাজের বুয়া পরিচয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ফেসবুকে ঘুরছে ভিডিওটি। তবে চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।

রাভি রয় নামে বনশ্রীর ই-ব্লকের ওই বাড়ির বাসিন্দা ফেসবুকে লেখেন, ‘আমার বাসায় বিকেলে ঘর মোছার কাজ করবে বলে তিনজন মহিলা কাজের লোক পরিচয়ে বাসার ৯ তলায় আমার ফ্ল্যাটে ওঠে। বাসায় তখন শুধুমাত্র আমার স্ত্রী ও আমাদের কাজের বুয়া ছিল। আগত ৩ জনের ২ জন আমার স্ত্রী ও বুয়াকে নানা কাজে ব্যস্ত রাখে, আর অন্যজন আমার বেডরুমে ঢুকে, ড্রয়ার ভেঙে স্বর্ণের কানের দুল, আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো নিয়ে যায়।’

তিনি আরও জানান, ‘আমার বাসার দারোয়ান না বুঝেই ওই তিনজন মহিলাকে ওপরে আসতে দেয়। আমার স্ত্রী তাদের বাসায় ঢুকতে না দিতে চাইলেও তারা অনেক জোড়াজুড়ি করায় আর সে বোকার মতো ওদের উপরে নিয়ে আসে, ঘরে ঢুকতে দেয় এবং ওদের চোখের সামনে না রেখে নিজের কাজে ব্যস্ত ছিল। আমি অসতর্কতার জন্য ধরা খাইছি, আপনারা সাবধান হউন।’

এদিকে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই-বনশ্রী বিট) লুৎফরকে ফোন দেয়া হলে তিনি জানান, গতকাল (সোমবার) আমি ছুটিতে ছিলাম, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ পুলিশকে ইনফর্ম করেনি।

Related Articles

Leave a Reply

Close
Close