দেশজুড়ে

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ‘বালু ভাস্কর্য’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজার সগরতটের লাবণী পয়েন্টে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর ‘বালু ভাস্কর্য’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে এ ভাস্কর্য উদ্বোধন করা হয়।

দুইটি ভাস্কর্য এখানে তৈরি হয়েছে। একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য। অপরটি রিলিফ ভাস্কর্য। সৈকতে ভ্রমণে আসা দর্শনার্থীরা এই ভাস্কর্য দেখে আনন্দিত হবে।

প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এ যাবৎকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালুর ভাস্কর্য।

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে স্থাপিত ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর প্রশাসনিকভাবে তা বিনষ্ট করে ফেলা হবে।

জেলা প্রশাসনের পরিকল্পনায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ‘ব্র্যান্ডিং কক্সবাজার’ নামে একটি প্রতিষ্ঠান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close