দেশজুড়ে

কন্যা শিশু জন্ম দেয়ায় গৃহবধূকে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুমিল্লায় কন্যা সন্তান জন্ম দেয়ায় কাকলী আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে ।নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউপির ধনুয়াখালা গ্রামে এই ঘটনা ঘটে।

বিয়ের পরে তাদের সংসারে দুটি মেয়ের জন্ম হয়। মেয়ে সন্তান জন্ম নেয়ার কারণে শ্বশুরবাড়ির লোকজন কাকলী আক্তারকে প্রায়ই মারধর করতো বলে জানান স্থানীয়রা।

নিহত কাকলী আক্তারের মা সুফিায় বেগম বলেন, বৃহস্পতিবার সকালে কাকলী ফোন দিয়ে তাকে মারধর করার বিষয়টি জানায়। দুপুরে পুনরায় ফোন দিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে বলে জানান । বিকেলে কাকলীর শ্বশুরবাড়িতে এসে দেখি বাড়ির আঙ্গিনায় কাকলীর লাশ পড়ে আছে।

স্থানীয়রা জানান, বিকেলে কাকলী আক্তারকে তার স্বামী ও শ্বশুর কাবিলা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা কাকলীর লাশ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close