খেলাধুলা

করোনামুক্ত হলেন নেইমার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনার ভয়াল থাবা কেড়েছে অনেক প্রাণ। অনেক জায়গায় প্রকোপ কিছুটা কমে গেলেও মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন সংখ্যা। তাই প্রিয় মানুষটার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনলে মনের মধ্যে ভয় আর উৎকণ্ঠা বাসা বাঁধে।

নেইমারের ভক্তরাও এতদিন উৎকণ্ঠার মধ্যে দিন পার করছিলেন। চলতি মাসের শুরুতেই যে করোনাভাইরাসে আক্রান্ত হন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার।

তবে স্বস্তির খবর হলো, করোনাকে হারিয়ে দিয়েছেন নেইমার। শুধু সুস্থ হয়ে ওঠাই নয়, অনুশীলনেও নেমে পড়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবল তারকা। এখন প্রতিযোগিতামূলক ম্যাচে ফের নামার অপেক্ষা।

শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টেই সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি ফরোয়ার্ড। যেখানে তিনি লিখেছেন, ‘ট্রেনিংয়ে দারুণ সময় কেটেছে। অসাধারণ অনুভূতি। বিদায় করোনা।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর ছুটি কাটাতে ইবিজিয়া দ্বীপে গিয়েছিলেন নেইমার ও তার পিএসজি সতীর্থরা। সেখান থেকে ফেরার পরই করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন কয়েকজন। নেইমারের সঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনার্দো পেরেদেসও করোনা আক্রান্ত হন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close