করোনাখেলাধুলাপ্রধান শিরোনাম

করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার সজিব দাস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশের আরও এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া ওই ক্রিকেটারের নাম সজিব দাস। তিনি ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

২০০৭ সালেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সজিব দাস। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে সপরিবারে নিজ শহর মাদারিপুর থেকে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তার মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন।

সজিব দাস জানান, আমি এখনো সুস্থ আছি। তবে পরিবার নিয়ে বেশি চিন্তিত। আইসোলেশনটা নিয়ে বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১ জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। এর আগে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় আশিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close