বিশ্বজুড়ে

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঘোষণা হলো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম। দেশটির জনপ্রিয় এবং তরুণ রাজনীতিক গ্যাব্রিয়েল আতালকে এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত করা হয়েছে।

আজ বুধবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৩৪ বছরের গ্যাব্রিয়েল। তিনি বর্তমানে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন। প্রেসিডেন্ট ম্যাকরনের ঘনিষ্ঠ মিত্র খ্যাত গ্যাব্রিয়েল ফরাসি রাজনীতে উদীয়মান তারকা হিসেবে পরিচিত। রয়েছে তুমুল জনপ্রিয়তাও।

এলিজাবেথ বর্নির পদত্যাগের পর সরকারের রদবদলের অংশ হিসেবে আসলো এই তরুণ নেতার নাম।

এর আগে, ২০১৭ সালের নির্বাচনে মাত্র ২৯ বছর বয়সে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। পান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পরে ২০২০ সালে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয় গ্যাব্রিয়েল আতালকে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close