প্রধান শিরোনামস্বাস্থ্য

করোনার টিকা উৎপাদনের অনুমতি পাচ্ছে ইনসেপ্টা

ঢাকা অর্থনীতি ডেস্ক:চীন উদ্ভাবিত করোনাভাইরাসের সিনোফার্মের টিকা উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি পাচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। অনুমতি পেলে চলতি মাসেই টিকা উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি।

রোববার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও জানান, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন-চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।

এ বিষয়ে আগামীকাল সোমবার (১৭ মে) সকাল ১১ টায় ঔষধ প্রশাসন বিস্তারিত জানাবে।

এর আগে বুধবার চীনের উপহার হিসাবে পাঠানো সিনোফার্মের টিকা ৫ লাখ টিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন।

Related Articles

Leave a Reply

Close
Close