করোনাখেলাধুলা

করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বয়স তার কাছে সংখ্যামাত্র। ৩৮ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ড এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ইতালিয়ান সিরি আ লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা গেছে জ্লাতান

ইব্রাহিমোভিচকে। তার জোড়া গোলে ঘরের মাঠ সান সিরোতে বোলোনাকে ২-০ ব্যবধানে হারায় এসি মিলান। সেই ইব্রাই এখন করোনার শিকার!

আজ বৃহস্পতিবার ইতালিয়ান গণমাধ্যম, দ্য সান ও স্কাই স্পোর্টস ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে। আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার ইউরোপা লিগ বাছাইপর্বের ম্যাচে নরওয়েজিয়ান ক্লাব গ্লিমটের বিপক্ষে মাঠে নামার আগে রোজোনেরিদের জন্য এলো এই দুঃসংবাদ।

গতকাল বুধবার গ্লিমটের বিপক্ষে ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা দেয় মিলানের খেলোয়াড়েরা। ইব্রার মাঝে তখন কিছু লক্ষণ দেখা গিয়েছিল। পরদিন তার রিপোর্ট পজিটিভ আসে। কেবল ইব্রা নন, করোনা আক্রান্ত হয়েছেন সান সিরোর আরেক তারকা ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক লিও দুয়ার্তে। দুজনই বর্তমানে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close