দেশজুড়েপ্রধান শিরোনাম

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মারা গেছেন!

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেন এই নেতা। ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে দুবার আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন গৌতম চক্রবর্তী।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close