দেশজুড়ে

এফআর টাওয়ার অবৈধ অনুমোদনে জড়িত রাজউকের ৩৯ কর্মকর্তা: গণপূর্তমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বনানীর এফ আর টাওয়ার বেআইনিভাবে নির্মাণ কাজে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩৯ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (২২ মে) দুপুরে সচিবালয়ে এফ আর টাওয়ারের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, এফ আর টাওয়ার অনিয়মের সঙ্গে মন্ত্রণালয়ের ২৪ কর্মকর্তা কর্মচারীও জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, এফআর টাওয়ারের ১৮ থেকে ২৩ তলা ছিল সম্পূর্ণ অবৈধ। আর ১৫ থেকে ১৮ তলাও নকশা লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল। এর সাথে রাজউকের যে সব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close