করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় দেশে ২৪ জনের মৃত্যু; শনাক্ত ৫৮৯

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৭ হাজার ৫শ’ ৫৫। এছাড়া নতুন শনাক্ত হয়েছে ৫শ ৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২শ’ ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়। এতে শনাক্তের হার ৩ দশমিক চার এক শতাংশ। টানা ১২ দিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৫৭ হাজার ৩শ ৪৭ জন।একদিনে সুস্থ ৭শ’ ৪১ জন। মোট সুস্থ ১৫ লাখ ১৭ হাজার ৬শ’ ৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক চার পাঁচ। মৃত্যুহার এক দশমিক সাত সাত শতাংশ।

একদিনে সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ১৪ জন। চট্টগ্রামে ৪, রংপুর বিভাগে ২, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে একজন করে মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে কোনো মৃত্যু নেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার।

তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে এসেছে।

/আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close