দেশজুড়ে

বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ায় গ্রেপ্তার ৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চট্টগ্রামে বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগে চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মো. মাহফুজুর রহমান। গাড়ি চালক, হেলপার ও সহযোগী সবাই মাদকাসক্ত বলেও জানান তিনি।

ওই ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ পরিবহনের বাসের হেলপার হোসেন চকরিয়ায় পালিয়ে যায়। এরপরই কিশোর মাহিনকে বাইজিদ থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে নগরীর বিভিন্ন জায়গা থেকে চালক লিটন ও হেলপার হোসেনকে আটক করা হয়।

এর আগে গত শনিবার বন্দরনগরীর আট নম্বর রুটের সৌরভ পরিবহনের বাসে করে অক্সিজেন থেকে বটতলী স্টেশন আসছিলেন হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লাহ। এসময় বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close