দেশজুড়ে

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: ধর্ষণের অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বরিশালে লাকি বেগম নামে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামিম আজাদ এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠী গ্রামের রফিক সিকদারের মেয়ে।

জানা গেছে, রফিক সিকদারের সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০১ সালের ২ জুলাই বিরোধীয় জমি দখল করতে গিয়ে ব্যর্থ হন রফিক সিকদার। এরপর প্রতিপক্ষ আমিনুলকে ফাঁসাতে লাকি বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। তবে মেডিকেল বোর্ড শারীরিক পরীক্ষায় তাকে ধর্ষণের কোনো আলামত পায়নি। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক নজরুল ইসলাম ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। একই বছরের ২১ মে হয়রানির শিকার আমিনুল ইসলাম বাদী হয়ে লাকি বেগম, তার বাবা রফিক সিকদারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন।

এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় লাকি বেগমকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close