খেলাধুলা

করোনা আক্রান্ত মাহমুদউল্লাহ যেতে পারছেন না পাকিস্তান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ।  পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (০৮ নভেম্বর) পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডারের। তবে করোনা আক্রান্ত হওয়ায় এখন আর সেখানে যাওয়া হচ্ছে না। আর সেইসঙ্গে পিএসএলে মুলতান সুলতানের হয়ে প্লে-অফে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল।

করোনা আক্রান্তের বিষয়টি মাহমুদউল্লাহ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পিএসএলে খেলতে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গত শুক্রবার প্রথম দফায় পজিটিভ হওয়ার পর শনিবার আরও একবার পরীক্ষা করালে সেখানেও দুঃসংবাদ পান। এখন নিজের বাসাতেই আইসোলেশনে থাকবেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘খেলার জন্যই ৬ তারিখ পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ রেজাল্ট আসায় অবাক হয়েছি । নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার পরীক্ষা করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি। ’

এর আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতানের দলে ডাক পান মাহমুদউল্লাহ। এখন দলটিকে মাহমুদউল্লাহর বদলি খুঁজতে হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close