করোনাবিনোদন

করোনা নিয়ে টিভিতে পন্নী নিয়োগী’র কথায় দুই গান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক দু‘টি গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিচালক, কণ্ঠযোদ্ধা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম গান দু‘টির সুর করেছেন।

সঙ্গীত পরিচালনায় ছিলেন আলাউদ্দিন তাহের। গান দু‘টিতে কণ্ঠ দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী সুজিত রায় ছাড়াও দেশ বরেণ্য শিল্পী আলাউদ্দিন তাহের, সাইফুদ্দীন মাহমুদ খান, রনি গুহ, সুতপা চৌধুরী মুমু, প্রিয়া চক্রবর্তী, শারমিন হোসেন ও প্রিয়া ভৈামিক।

বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্রাচার্যে সার্বিক তত্ত্ববধানে গানের প্রযোজনা করেছেন অতিথি প্রযোজক বৈদনাথ অধিকারী। গান দুটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে শীঘ্রই প্রচার শুরু হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close