জীবন-যাপন

কলার খোসার যত গুণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কলা আমাদের খাদ্যতালিকার অন্যতম উপাদান। প্রায় সব সময়েই পাওয়া যায় পাকা ও কাঁচা কলা। কলা এমন একটি ফল, যার পুষ্টিগুণ অনেক। তবে শুধু কলাই নয় এর খোসাও খাওয়াসহ নানা কাজে ব্যবহার করা যায়। দেখে নিন কলার খোসাকে আরও কী কী ভাবে কাজে লাগাতে পারেন।

খাদ্য

কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে ভাপিয়ে সাথে অল্প কালো জিরা, গোল মরিচ গুঁড়ো, পিঁয়াজ, রসুন ও তেল দিয়ে তৈরি করে ফেলুন মজাদার ভর্তা। এর সাথে যোগ করতে পারেন ছোট চিংড়ি মাছও।

জুতার যত্ন

জুতার দাগ তুলতেও কলার খোসাকে ব্যবহার করা যায়। পাকা কলার খোসার ভিতরের অংশ জুতার উপরে ঘষুন। তারপর পাতলা কাপড় দিয়ে মুছে নিন জুতা। জুতা সহজেই চকচকে হবে।

দাঁত উজ্জ্বল করতে

দাঁতের হলুদ ভাব কাটাতেও কলার খোসা কাজে লাগে। প্রতিদিন সকালে মুখ ধুয়ে কলার খোসার ভিতরের অংশ দাঁতে ঘষুন। এরপর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। এই উপায়ে সপ্তাহ খানেকেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

ত্বকের যত্ন

ত্বকের যত্নে এই খোসা অত্যন্ত উপকারী। কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে সহজে। ত্বককে মসৃণ করতেও কলার খোসা অত্যন্ত দরকারি।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close