দেশজুড়ে

নকল কসমেটিক্স বিক্রির অপরাধে ‘বিডি বাজেট বিউটি’ বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে বসুন্ধরা সিটির বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৯ মে) রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সংস্থাটি।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন, আফরোজা রহমান।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিবিবি কসমেটিক্স নামিদামি প্রতিষ্ঠান। অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই।

এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজারের তৈরি নকল কসমেটিক্স তার কোনো নিশ্চয়তা নেই। এর আগে একই অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছিলাম। একই সঙ্গে আইন পরিপালনে তাদের সতর্ক করেছিলাম। কিন্তু নির্দেশনা দেয়ার পরও সংশোধনী না আনায় প্রতিষ্ঠানটি আজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কেন সংশোধন করা হয়নি জানতে চাইলে এর কোনো যথাযথ উত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

অধিদফতরের পক্ষ থেকে তাদের পণ্যের যাবতীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাদের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close