দেশজুড়ে

‘অ আ ক খ স্কুল’ সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যয়ী শিক্ষা প্রতিষ্ঠান অ আ ক খ স্কুলের সিরাজগঞ্জ শাখার ছাত্রছাত্রীদের মধ্যে নতুন স্কুল ড্রেস এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে টেক্সপ্রেগোর অর্থায়নে স্কুলের ১০১ জন ছাত্রছাত্রীর মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপকরণ হিসেবে চাল, চিনি, পিয়াজ, সেমাই, তেল এবং সুগন্ধি সাবান দেওয়া হয় তাদের মাঝে।

এ সময় স্কুলের পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেক্সপ্রেগোর এইচআর বিভাগের ডিজিএম খন্দকার সালেক, বিশেষ অতিথি হিসেবে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন ড্রেস এবং ঈদ উপকরণ পেয়ে দুর্গম চরের শিশুরা আনন্দে উদ্বেলিত হয় যায়।

উল্লেখ্য, অ আ ক খ স্কুল মূলত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। স্কুল ড্রেস, খাতা, কলম, ব্যাগ, বই ইত্যাদি স্কুল কর্তৃপক্ষ থেকেই তাদের প্রদান করা হয়। স্কুলটির সাভার ও সিরাজগঞ্জ এর দুটি শাখায় প্রায় দুইশ শিক্ষার্থী রয়েছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Close
Close