দেশজুড়েপ্রধান শিরোনামব্যাংক-বীমা

কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকড়ি

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিভিন্ন অর্থনীতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ আলোচিত কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী গণমাধ্যমকর্মী প্রবেশে বিধিনিষেধ চালু করল বাংলাদেশ ব্যাংক। যার কারণে ক্ষুব্ধ অর্থনীতি বিষয়ক সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। তখন ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেন। কিছুদিন পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদ সম্মেলন করেন গভর্নর ফজলে কবির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দুপুর ২টার আগে গণমাধ্যমকর্মীরা গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের ক্ষুব্ধ হয়েছে সংবাদকর্মীরা। তারা কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন।

Related Articles

Leave a Reply

Close
Close