দেশজুড়ে

মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় তুচ্ছ ঘটনায় শাকিল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় শাকিলকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা আরো পাঁচজনকে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ মাদ্রাসার হাসেমবাগ এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে। নিহত শাকিলের বাড়ি দেওভোগ পূর্বনগর এলাকায়।

আহতদের স্বজন ও এলাকাবাসী জানান, স্থানীয় পানি ব্যবসায়ী শাকিল মোটরসাইকেল চালিয়ে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বাংলাবাজার এলাকার বাসায় ফিরছিলেন। হাসেমবাগ এলাকা অতিক্রমের সময় তিনি তুহিন, নিক্সন, চান্দুসহ এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে রাস্তায় অবস্থান করতে দেখেন।

এ সময় মোটরসাইকেলের হেডলাইটের আলো মাদক ব্যবসায়ী তুহিনের চোখে পড়লে সে ক্ষিপ্ত হয়ে শাকিলের মোটরসাইকেল থামিয়ে হেডলাইটটি ভেঙে ফেলে। এ নিয়ে শাকিলের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তুহিন তাঁর সহযোগীদের নিয়ে শাকিলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

এ সময় শাকিলকে বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদেরকেও এলোপাতাড়ি কোপায়। এতে শাওন, সুভাষ, অজ্ঞাত এক পথচারীসহ গুরুতর আহত হন পাঁচজন। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় শাকিলসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যান। আহত অপর একজনকে ঢাকা মেডিকেলে ও অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close